1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মালদ্বীপ থেকে ফিরলেন ৭০ বাংলাদেশি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

মালদ্বীপ থেকে ফিরলেন ৭০ বাংলাদেশি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান মঙ্গলবার মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিয়ে দেশে ফিরেছে- আইএসপিআর

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: মালদ্বীপ থেকে ৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবার তাদেরকে ফিরিয়ে আনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক মো. নুর ইসলাম রাতে এ তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে মালদ্বীপে বসবাসরত ৭০ বাংলাদেশিকে বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিমান বাহিনীর ১৫ সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন মো. এনামুল হক।  

মো. নুর ইসলাম আরো জানান, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনস্বরুপ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে মালদ্বীপের ৭১ নাগরিককে গতকাল সোমবার ঢাকা থেকে মালদ্বীপে পোঁছে দেয়া হয়েছে। পরে (সি-১৩০জে) পরিবহন বিমানটি ফেরার পথে মালদ্বীপে বসবাসরত ৭০ বাংলাদেশিকে নিয়ে আসে। তারা মালদ্বীপে বৈধভাবে বসবাস করছিলেন। 

বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মালদ্বীপে বসবাসরত যেসব প্রবাসী বাঙালি নভেল করোনাভাইরাসে আক্রান্ত নয়, এ যাত্রায় শুধুমাত্র তাদেরকেই যথাযথ মেডিকেল চেক-আপের মাধ্যমে সুনিশ্চিত হওয়ার পর দেশে ফেরত আনা হয়। 

করোনাভাইরাস পরিস্থিতিতে আটকে পড়া মালদ্বীপের ৭১ নাগরিক ও মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের করোনার চিকিৎসা সেবা প্রদানের জন্য ১০ সদস্যের একটি সশস্ত্র বাহিনী মেডিকেল টিম নিয়ে গতকাল বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানটি মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।

খবর২৪ঘন্টা/বিআ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team