খবর২৪ঘণ্টা ডেস্ক: বৈধ কাগজপত্র না থাকায় মালদ্বীপে ৮০ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। বুধবার তাদের আটক করা হয়েছে বলে মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম রাজ্যেএমভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।
খবরে বলা হয়, বছরের প্রথম অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। জনগণের বেশকিছু অভিযোগের প্রেক্ষিতে মালদ্বীপের রাজধানীতে এই অভিযান পরিচালিত হয়। যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।
দেশটির অভিবাসন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী দেশটিতে ১ লাখ ৪৪,৬০৭ জন বিদেশি কর্মী রয়েছে যার মধ্যে ৬৩ হাজারই অবৈধ।
খবর২৪ঘণ্টা, জেএন