খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী মার্চে বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ করা হবে। এছাড়াও আজ থেকে আমরা ফোরজির যুগে প্রবেশ করছি।
ইতালি সফর থেকে ফিরে সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগে মোবাইল ফোনই সহজলভ্য ছিল না। ১৯৯৬ সালে আমরা এসে মোবাইল ফোন সহজলভ্য করি। ইতোমধ্যে আমরা থ্রিজির যুগে প্রবেশ করেছি। আর আজ থেকে আমরা ফোরজির যুগে প্রবেশ করছি।
এছাড়া ভ্যাটিক্যানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
লিখিত বক্তব্যে জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কার্যক্রম এবং গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণের বিস্তারিত তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতে ভাষার মাসে বাহান্নোর ভাষাশহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
খবর২৪ঘণ্টা.কম/রখ