চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো.শফিকুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন) শনিবার দিবগত রাত সাড়ে তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সেখানে ১৭ নং ওয়ার্ডে ভর্তি ছিলেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.বরমান হোসেন জানান,বেশ কয়েকদিন যাবৎ ইউএনও শফিকুল ইসলাম জ্বরে ভুগছিলেন। চিকিৎসার জন্য শনিবার তাঁকে রামেকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে মারাযান। খবর পেয়ে তিনিসহ উপজেলা প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা রাজশাহীতে অবস্থান করছেন ।
রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ সদস্য রাজু আহম্মেদ ইউএনও শফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে রোববার সকাল সাড়ে ১১টায় শিবগঞ্জ স্টেডিয়ামে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। তার পরে গ্রামের বাড়ী নাটোরের গুরুদাসপুরে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন,স্থানীয় এমপি গোলাম রাব্বানীসহ বিভিন্ন রাজনৈতিক স্থানীয় বিভিন্নস্থরের নেতৃবৃন্দ
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।