মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় তহির উদ্দিন (৪৫) নামের এক মাদকসেবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককুসুম্বা গ্রামের একটি নার্সারী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তহির উদ্দিন চককুসুম্বা গ্রামের মৃত লালু মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, চককুসুম্বা গ্রামের আফজাল হোসেন সোমবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় রাকিবের নার্সারী পাহারা দেয়ার ঘরের মাচার ধারে তহির উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখেন। লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। মৃত তহির উদ্দিন
একজন মাদকসেবী। সবসময় নেশাগ্রস্থ অবস্থায় থাকেন। অতিরিক্ত মাদকসেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে এলাকাবাসীর ধারণা। এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার জানান, স্থানীয়দের সংবাদে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় নিহতের ভাই জহির উদ্দিন বাদি হয়ে মান্দা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের প্রতিবেদন পেলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আর/এস