নওগাঁর মান্দায় বুদ্ধি প্রতিবন্ধী (১৪) এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় অভিযুক্ত আব্দুর রশিদকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ও পেশায় একজন ভ্যানচালক।
স্থানীয়রা জানান, বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী রোববার বিকেলে বাড়ির পাশের মাঠে ভেড়া চরাতে যায়। মাঠে একা পেয়ে ভ্যানচালক আব্দুর রশিদ একটি পাটখেতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত আব্দুর রশিদ পালিয়ে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর বাবা থানায় মামলা করেছেন। অভিযুক্ত আব্দুর রশিদকে গ্রেপ্তার করে জেলহাজতে ও ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এস/আর