নিজস্ব প্রতিবেদক : নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের জলছত্র নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলি গ্রামের স্বামী আব্দুল মান্নান (৫৫) ও স্ত্রী সেফালি বেগম (৪৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্দুল মান্নান চকউলি জামে মসজিদের ইমাম। তারা দুজনে একটি মোটরসাইকেলে নওগাঁ শহরে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন।
পথে জলছত্র মোড়ে মহাসড়কের ওঠার সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার।
এমকে