মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে বয়েজ উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকগৌরী সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বয়েজ উদ্দিন ওই গ্রামের মৃত জেহের আলীর ছেলে। ঘটনায় হাবিবুর রহমান (৬৫) ও সুলতান (৩০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিহত বয়েজ উদ্দিনের সঙ্গে ভাই হাবিবুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একই বিরোধের জের ধরে রোববার দুপুরে
কথা কাটাকাটির এক পর্যায়ে বৃদ্ধ বয়েজ উদ্দিনকে সজোরে আঘাত করেন আটক হাবিবুর রহমান ও প্রতিবেশি ভাতিজা সুলতান। এতে বয়েজ উদ্দিন জ্ঞান হারিয়ে ফেলেন।
নিহতের ছেলে মামুন জানান, স্থানীয়দের সহায়তায় বাবা বয়েজ উদ্দিনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, প্রতিপক্ষরা বাবাকে খুন করে হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাবিবুর ও সুলতান নামে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমকে