নিজস্ব প্রতিবেদক : অজ্ঞাতনামা মানুষিক ভারসাম্যহীন নারীর স্বজনদের খুুঁজছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মানুষিক ভারসাম্যহীন হওয়ায় তিনি তার ঠিকানা সঠিকভাবে বলতে পারছেন না। এ কারণে তার প্রকৃত অভিভাবকদের কাছে পৌঁছানো যাচ্ছেনা। বর্তমানে ওই নারী রাজশাহীর ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন।
আরএমপি সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ তারিখ অনুমানিক রাত ৮টার দিকে কর্নহার থানাধীন সরমংলা রেলব্রীজ সংলগ্ন রেল লাইন এলাকা থেকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের সহায়তায় কর্নহার থানা পুলিশ মেয়েটিকে উদ্ধারের পরের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। ওই নারীর আনুমানিক বয়স ২৫ বছর।
মেয়েটির গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফিট ২ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে, মানুষিক ভারসাম্যহীন। তিনি রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বললেও কিছু বোঝা যায় না। তার সন্ধান পেলে ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
এস/আর