নিজস্ব প্রতিবেদক :
মানহীন পন্য বিক্রির দায়ে ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজশাহী বিএসটিআই। নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মানহীন পণ্য বিক্রয় ও মাপে কারচুপির দায়ে ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ১৮ ও ১৯ ফেব্রুয়ারী বিএসটিআই আঞ্চলিক অফিস, রাজশাহী কর্তৃক নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৪টি স্কোয়াড/সার্ভিল্যান্স টীমের মাধ্যমে ২২টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স হিমা এন্টারপ্রাইজ, এশিয়ান দই মিষ্টি, বেস্ট
কোয়ালিটি দই মিষ্টি, বগুড়া এর বিরুদ্ধে পণ্যের মান সনদ গ্রহণ না করে পণ্য বাজারজাত করায় বিএসটিআই আইন’২০১৮ এর আওতায় এবং মেসার্স নর্থ বেঙ্গল এন্টারপ্রাইজ, বগুড়া ; শারমিন এন্টারপ্রাইজ ও ফয়সাল আহমেদ ফারুক এর ট্যাংকলরী, সিরাজগঞ্জ কে মাপে কারচুপির দায়ে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এর আওতায় মোট ৬টি নিয়মিত মামলা আদালতে দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর