নিজস্ব প্রতিবেদক :
মানহীন পণ্য বিক্রি ও অবৈধ পরিমাপের দায়ে রাজশাহী বিএসটিআই’র অভিযানে ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএসটিআই আঞ্চলিক অফিস, রাজশাহী কর্তৃক সিরাজগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় ২টি স্কোয়াড/সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স এইচ এন্ড কে ব্রিকস ও মেসার্স শারমিন এন্টারপ্রাইজ, সিরাজগঞ্জ এর বিরুদ্ধে পণ্যের
মান সনদ গ্রহণ না করে পণ্য বাজারজাত করায় বিএসটিআই আইন’২০১৮ এর আওতায় এবং মেসার্স মাইনুল কনফেকশনারী এন্ড বেকারী, এ্যাপোলো বিস্কুট ফ্যাক্টরী, নিউ ঊষা জুয়েলার্স, রনি জুয়েলার্স, রাজশাহী কে অবৈধ ওজন ও পরিমাপ ব্যবহারের জন্য ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এর আওতায় মোট ৬টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আরএস