1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মানবিকতার পরিচয় দিলেন মহাদেবপুর বণিক সমিতির সভাপতি মনি - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

মানবিকতার পরিচয় দিলেন মহাদেবপুর বণিক সমিতির সভাপতি মনি

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলা, ২০২৩

নওগাঁর মহাদেবপুরে মংলু পাগলার মৃত্যুর আগে জমানো টাকা ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন বণিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম মনি।

গত শনিবার রাতে বাসষ্ট্যান্ড বণিক সমিতির কার্যালয়ে মংলু পাগলার মৃত বড় ভাই বিশু উড়াওয়ের ছেলে মুহিত চন্দ্র উড়াও ও মংলুর আরেক ভাই সুমীর উড়াও (সমর) এর হাতে এ টাকা তুলে দেয়া হয়। মংলু উপজেলার জোয়ানপুর গ্রামের মৃত রিজা বাবুর ছেলে। মংলু পাগলা নামে তাকে সবাই চিনতেন।

গত (১৫ই জুন) রাতে আকষ্মিক মৃত্যুবরণ করেন মংলুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর। তিনি ছোট থেকেই মহাদেবপুর বাজার এলাকায় ঘুরে বেড়াতেন। বিভিন্ন সময় তার পছন্দের মানুষগুলোর কাছ থেকে ৫-১০ টাকা চেয়ে নিতেন। অপরিচিত বা অপছন্দের মানুষের কাছ থেকে কখনো টাকা বা কোন সহযোগীতা নিতেন না। মানুষের কাছে চেয়ে তিনি যে টাকা পেতেন তারমধ্যে থেকে খাওয়া-দাওয়ার পর বেঁচে যাওয়া টাকাগুলো জমা রাখতেন বাসষ্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনির কাছে। এভাবে ১৫ বছরে তার প্রায় ৬০ হাজার টাকা জমা হয়। মংলু পাগলার আকষ্মিক মৃত্যুর খবর পেয়ে মনিরুল হক মনি খুঁজতে থাকেন মংলুর উত্তরসুরীদের। এক সময় তিনি পেয়েও যান মংলুর, ভাই ও তাদের ছেলেদের। তাদেরকে জানান, মংলুর জমাকৃত টাকার কথা। সময়, ক্ষণ ঠিক করে মংলুর জমাকৃত ৬০ হাজার টাকা তুলে দেন মংলুর আপনজনদের হাতে।

এব্যপারে, বাসষ্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মো. মনিরুল হক মনি বলেন, মংলু তাকে বিশ্বাস করে প্রায় ১৫ বছর ধরে প্রতিদিনই তার কাছে ১০, ২০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্তও জমা দিতেন। তার টাকাগুলোর হিসাব রাখার জন্য আলাদা একটি খাতায় লিখে রাখা হতো। মৃত্যুর আগ পর্যন্ত সে প্রায় ৬০ হাজার টাকা জমা করেছিলো। মংলুর মৃত্যুর পর তার পরিবারের লোকজনের হাতে টাকাগুলো তুলে দিতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। তবে দুঃখজনক হলেও সত্য যে,মংলু পাগল হলেও একজন সৎ ও ভালো মানুষ ছিল।

এ সময় উপস্থিত ছিলেন বাসষ্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক উৎপল ঘোষ, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক বিশ্বনাথ অধিকারী গোপাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরান মহাদেবপুর উপজেলার শাখার সভাপতি বরুন মজুমদার, মহাদেবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইনুল হোসেন, অর্থ সম্পাদক মো. মকলেছুর রহমান, ডিজিটাল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান খোকন, মো. মেহেদী হাসানসহ মংলুর আত্নীয়-স্বজন ও স্থানীয় ব্যবসায়ীরা।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST