নিজস্ব প্রতিবেদক : বিদেশে চাকরি দেওয়ার লোভে বাংলাদেশী যুবকদের আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল চারটায় র্যাব পাঁচ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বাহিনীটি এ দাবি করেছে। র্যাব জানায়, ইয়াকুব আলী নামে কুড়িগ্রামের এক যুবক প্রতারণার শিকার হয়ে আলজেরিয়া তিউনিসিয়া ও লিবিয়ায় আটকা পড়েন। এ সময় তাকে সহ আরো বাংলাদেশি যুবকদের নানাভাবে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ যাওয়া হতো। যার মূলে ছিলেন আসামি জাহিদ হোসেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ভুক্তভোগীরা বাংলাদেশে ফিরতে পারলেও পরিবার হারায় মোটা অংকের টাকা। গত ৯ জানুয়ারি ইয়াকুব আলী কুড়িগ্রামে এলে আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে ২৪ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় নওগাঁ জেলার রাণীনগর থানার সিঙ্গারা পাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে মানব পাচার ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব।
সংবাদ সম্মেলনে বলা হয় প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতারকৃত আসামি এ ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। রাতের মধ্যে আসামিকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানানো হয়।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।