1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মাদারীপুরে হত্যা মামলার দুই আসামি আটক আটক ২ আসামি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

মাদারীপুরে হত্যা মামলার দুই আসামি আটক আটক ২ আসামি

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

মাদারীপুর জেলার শিবচরের চরশ্যামাইল গ্রামে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন করে দিনমজুর দাদন চোকদারকে হত্যা মামলার আরও ২ আসামিকে আটক করেছে মাদারীপুর র‌্যাব।

রোববার(৪ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে র‌্যাব।

আটককরা হলেন-শিবচর পৌরসভার চরশ্যামাইল গ্রামের আনোয়ার শেখের ছেলে রাকিব শেখ এবং হালিম শেখের ছেলে মো.সাগর শেখ।
রোববার রাতে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ২৩ নভেম্বর শিবচর উপজেলার পূর্ব শ্যামাইল গ্রামের ৮ নং ওয়ার্ডে বাড়ির সামনের পাকা রাস্তার উপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত আদম চোকদারের ছেলে দাদন চোকদারকে হত্যা করে। এ সময় তার এক পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে আসামিরা।

এ ঘটনায় নিহত দাদন চোকদারের ভাই পান্নু চোকদার বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর মামলার আসামিরা দেশের বিভিন্ন স্থানে পলাতক থাকে। প্রায় ১ বছর পলাতক থাকার পর রোববার বিকেলে মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করে র‌্যাব।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দাদন চোকদার হত্যাকাণ্ড আমাদের কাছে একটি পরিকল্পিত মনে হয়েছে। আমরা বেশ কয়েকজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি। র‌্যাব আরো ২ আসামিকে আটক করে। তাদের সন্ধ্যার দিকে শিবচর থানায় সোপর্দ করে। বর্তমানে মামলাটি সিআইডির হাতে রয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে দীর্ঘ ১ বছর পলাতক অবস্থায় থাকে। ঘটনাটি র‌্যাবের নজরে আসলে আমরা অভিযান পরিচালনা করে ২ আসামিকে আটক করে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST