মাদারীপুরের শিবচর ভদ্রাসন ইউনিয়নে জাহাঙ্গীর ইতালি প্রবাসীর উদ্যোগে অত্যাধুনিক একটি মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ২ টায়,
শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, প্রধান অতিথি থেকে, ভদ্রাসনের ফরাজী বাড়িতে অত্যাধুনিক মসজিদ ও মাদ্রাসা ভিত্তি প্রস্তর স্থাপনার শুভ উদ্বোধন করেন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদ্রাসন ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল রহিম বেপারী, উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান জামান মুন্সী, ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ মাহ্তাবুর রহমান। মসজিদ ও মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইতালি প্রবাসী মোঃ জাহাঙ্গীর ফরজী ।
অনুষ্ঠানে কোরআন তেলোয়াতের মাধ্যমে প্রথম উদ্বোধনী কার্যক্রম শুরু হয় । এরপর ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিতি অতিথি বৃন্দ এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা বলেন প্রত্যেকটি মসজিদ ও মাদ্রাসা ছদগায় জারিয়া, পাশাপাশি মসজিদ ও মাদ্রাসা দ্বীনের শিক্ষা নেওয়ার একটি বড় ভূমিকা রাখেন। মাদ্রাসায় আল কোরআন ও দ্বীনের শিক্ষা দেওয়া হয়। তিনি বলেন, মাদ্রাসার গুরুত্বপূর্ণ এজন্যই কোরআন হাদিস ও আল্লাহর হুকুম হকাম যা কিছু আছে এই মাদ্রাসা থেকেই তা শিক্ষা নেওয়া হয়। একমাত্র মাদ্রাসার মাধ্যমে ইসলামিক সঠিক শিক্ষা প্রতিষ্ঠান সম্ভব। যারা ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে আল্লাহ তা’আলা তাদের এই সহি নিয়ত হিসেবে বরকত দেবে।
ভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল রহিম বেপারী বলেন, আল্লাহতায়ালা শুধু মানুষের উদ্দেশ্যটাই দেখে। উদ্দেশ্য ভালো হলে তার সকল কিছুই ভালো বলে আল্লাহতালা গ্রহণ করে। আমাদের পোশাক আশাক ও চেহারা দেখে কোন কিছু অনুমান করা যায় না, মানব সেবা অত্যন্ত একটি মহান কাজ। এ কাজ সবার দ্বারা হয় না। তবে সবার উচিত প্রতিবেশীসহ সকলকে সাথে নিয়ে ভালো কাজ পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই করা যায়।
বিষেশ অতিথির বক্তব্যে উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান জামান মুন্সী বলেন, ফরাজী বাড়িতে অত্যাধুনিক একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ হচ্ছে এটা একটি ভালো কাজ। পৃথিবীতে ভালো কাজগুলোর প্রতিদান আখেরাতে পাওয়া যাবে। মসজিদ ও মাদ্রাসা হলো আল্লাহর ঘর। হুজুরদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে ছোট ছোট কোমলমতি বাচ্চাদের মাদ্রাসায় শিক্ষাদানের জন্য দেওয়া হলে সেখানে কিছু দুষ্কৃতিকারী মৌলভীদের হাতে বাচ্চারা নির্যাতিত হয়। এগুলো থেকে সবাইকে বিরত থাকতে হবে শিশু বাচ্চাদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে তাদেরকে ভালোবাসা দিয়ে শিক্ষা গ্রহণ করতে সহযোগিতা করতে হবে।
আধুনিক নকশায় এই মসজিদ-মাদ্রাসাটি নিজস্ব অর্থায়নে ইতালি প্রবাসী মোঃ জাহাঙ্গীর ফরাজীর উদ্যোগে নির্মাণ হচ্ছে আমরা এর মঙ্গল কামনা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আধুনিক নকশায় নির্মিত মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইতালি প্রবাসী মোঃ জাহাঙ্গীর ফরাজী সকলের সব বিষয়ে সহযোগিতা কামনা করেন।
বিএ/