খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ফাইনালি ইটস হ্যাপিনিং৷মাদাম তুসোতে আসতে চলেছে তারও মোমের মূর্তি৷ যদি সে তার রাজের সঙ্গে থাকবেন কিনা তা এখনও স্থির হয়নি৷ রাজের সিমরান অর্থাৎ কাজলের মোমের মূর্তি এবার স্থান পেতে চলেছে মাদাম তুসো মিউজিয়ামে৷ সম্প্রতি লন্ডনের মাদাম তুসো থেকে একটি দল কাজলের মেজারমেন্ট নিয়ে যায়৷ খুব শিগগিরি তৈরি হবে তার মূর্তিটি৷ এবং তার সঙ্গে দীর্ঘক্ষন আলোচনাও করেন তারা৷
একটি সাক্ষাৎকারে কাজল জানান, “এই বিষয়টি নিয়ে এখনও আমি আশ্চর্য এবং অভিভূত৷ চার ঘন্টা ধরে আমার মেজারমেন্ট এবং আমার সম্বন্ধে বিস্তারিত নিল৷” শোনা যাচ্ছে, মূর্তিটি উন্মোচন করবেন তা স্বামী অজয় দেবগন এবং তার ছেলে মেয়েরা৷ ২০১৮তেই উন্মোচন হবে সেই মূর্তি৷ গোটা বিষয় নিয়ে অত্যন্ত উচ্ছসিত এই বলিডিভা৷
খবর২৪ঘণ্টা.কম/রখ