1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মাদক ব্যবসায়ীদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই: আরএমপি কমিশনার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২ পূর্বাহ্ন

মাদক ব্যবসায়ীদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই: আরএমপি কমিশনার

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মারচ, ২০১৮
khobor24ghonta.com

নিজস্ব প্রতিবেদক: যারা সমাজকে কলুষিত করতে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের বেঁচে থাকার অধিকার নাই বলে মন্তব্য করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান পিপিএম। সোমবার বিকেলে বোয়ালিয়া থানা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে আরএমপির বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ কমিশনার আমির জাফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, মাদকের সাথে শক্তি কাজ করে তাই মাদক নিমূল করা সম্ভব নয়। তবে মাদক নিয়ন্ত্রণ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। তালিকায় যাদের নাম কমন পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সাথে যারা জড়িত তারা কোন মহলের সাহায্য পাবে না। কোন তদবিরও কাজে দেবে না। সময় থাকতে সাধারণ জীবনযাপনে ফিরে না এলে মাদক ব্যবসার লাভের টাকা ভোগ করার সুযোগ দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের কাছে যে অবৈধ অস্ত্র রয়েছে তা উদ্ধারে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটতে পারে। তাই মাদক নিমূলে সবার সহযোগিতা প্রয়োজন। তাইলেই সুন্দর রাজশাহী গড়া সম্ভব। যুব সমাজকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

জঙ্গিবাদের বিষয়ে তিনি বলেন, রাসুল স তরবারি দিয়ে ইসলাম প্রচার করেননি। ইসলামকে বিতর্কিত করতেই জঙ্গিরা তৎপর। তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে শক্ত অবস্থান রয়েছে। এরা পাপী। তাদের কোন ছাড় দেওয়া হবে না। তারা ধর্মের ক্ষতি করছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ডাবলু সরকার বলেন, আ’লীগের নাম করে কেউ মাদক ব্যবসা করলে তাকে বাঁচানোর জন্য আ’লীগের পক্ষ থেকে তদবির করা হবে না। পুলিশ তাদের বিরুদ্ধে যেকোন অ্যাকশান নিতে পারবে। এতে আ’লীগ নেতারা পুলিশকে সহযোগিতা করবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি। সমাবেশে বোয়ালিয়া থানা কমিউনিটি পুলিশিংয়ের নের্তৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST