নিজস্ব প্রতিবেদক : আজ রোববার বেলা ১১ টায় স্বাস্থ্যবিধি মেনে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে ত্রৈমাসিক(মে, জুন এবং জুলাই ২০২০) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, আরএমপি পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম। অনুষ্ঠান কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়। অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী মহানগরীর অপরাধ বিষয়ক বিবিধ আলোচনা শেষে পুলিশ
কমিশনার চলমান মাদক বিরোধী অভিযান আরো বেশি জোরদার ও রাজশাহী মহনগরীর জনগনকে স্বাস্থ্য সচেতন করা, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক সহ সব ধরনের পিপিই পরিধান নিশ্চিত করা এবং জনমুখি পুলিশিং কার্যক্রম বেগবান করার দিক নির্দেশ প্রদান করেন। মহানগরীকে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিমুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা সহ সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, উপ-কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।
এমকে