নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ রাজশাহীর চলমান মাদক বিরোধী অভিযানে ৪৯ জনের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।
সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি ২৩ জুন ২০১৮ রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন হাটকানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন মাদকসেবী/ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাস করে জেল দেওয়া হয়।
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ২৩ জন মাদকসেবী/ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে জেল ও ৪ জন মাদকসেবীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন পারুলিয়া বাজারের দক্ষিণে চকরমাবল্লভ গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহরুখ জামান শিবলী (২৫) কে আটক করে।
সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও জুয়াখেলা অবস্থায় পুরানাপৈল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ মোতাহার আলী সরকার (৩৬) কে আটক করে। পরে থানার হস্তান্তর করা হয়।
সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল জেলার সদর থানাধীন পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে পুরানাপৈল ইউনিয়ন পরিষদের ১নং ওয়াডের্র ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবু (৩৫) সহ ১০ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জন মাদকসেবীকে ১০ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা/এমকে