নিজস্ব প্রতিবেদক :
গাঁজা জব্দ করে নিজ হেফাজতে রাখার দায়ে রাজশাহী মহানগরীর তালাইমারী পুলিশ ফাঁড়ির এসআই আখতার ও বোয়ালিয়া থানার এএসআই সৌমিত্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগ প্রমাণিত হলে এসআই আখতারকে এএসআই ও এএসআই সৌমিত্রকে কন্সটেবল হিসেবে ডিমোশন দেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, চলতি এপ্রিল মাসের ৩ তারিখ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এসআই আখতারকে এএসআই ও এএসআই সৌমিত্রকে কন্সটেবল হিসেবে ডিমোশন দেওয়া হবে। দু’জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সূত্রে জানা গেছে, গত ফেব্রয়ারী মাসের শেষ দিকে তালাইমারী পুলিশ ফাঁড়ির এসআই আখতার ও বোয়ালিয়া থানার এএসআই সৌমিত্র গাঁজা জব্দ করে। গাঁজা জব্দের পর তা থানায় জমা না দিয়ে নিজ হেফাজতে রেখে দেন। বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা জানতে পারলে বোয়ালিয়া ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুর রশীদ ফেব্রয়ারী মাসের ২৬ তারিখ তাদের গাঁজাসহ আটক করে। আটকের পর মার্চ মাসের ১ তারিখে তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়। একই মাসের ৫ তারিখে তাদের সাময়িক বরখাস্ত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান পিপিএম। চলতি এপ্রিল মাসের ৩ তারিখ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামালা দায়ের করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে