খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মাদকের বিরুদ্ধে সরকার ‘অলআউট’ যুদ্ধে নেমেছে। যতক্ষণ পর্যন্ত অলআউট না হবে ততক্ষণ পর্যন্ত এ অভিযান চলবে। রোববার সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অলআউট যুদ্ধে নেমেছে সরকার। এই যুদ্ধে জয়ী হতেই হবে। আমরা সব ধরনের প্রচেষ্টা নেব। কোনো চেষ্টাই ফাইনাল নয়। যেটা করলে ভালো হবে আমরা সেটাই করব।
এ অভিযান কতদিন চলবে? এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকবিরোধী অভিযানের কোনো টাইমফ্রেম নাই। আমরা কাউকে ছাড় দেইনি, দেবো না। এমপি হলেও ছাড় দেয়া হবে না। সে যেই হোক না কেন। এই অভিযান চলবে। যে পর্যন্ত আমরা মাদক নির্মূল করতে না পারব, সেই পর্যন্তই অভিযান চলবে। কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
প্রসঙ্গত, মাদক বিরোধী অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ রোববার পর্যন্ত সারাদেশে ৯০ জনের মতো মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ