1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘মাদককে না বলুন’ ঘোষণার মধ্য দিয়ে পাবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

‘মাদককে না বলুন’ ঘোষণার মধ্য দিয়ে পাবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মারচ, ২০১৮
khobor24ghonta.com

পাবনা প্রতিনিধিঃ ‘মাদককে না বলুন’ এই ঘোষণার মধ্য দিয়ে শনিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ পৃথকভাবে নিজ নিজ বিভাগে নবীনবরণের আয়োজন করে।

নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে বিভাগগুলোর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ব-স্ব অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর আওয়াল কবির জয়, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, ছাত্র উপদেষ্টা ড. হাসিবুর রহমান এবং বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

khobor24ghonta.com

নবীনবরণ উপলক্ষে উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথমদিন প্রত্যেক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দের। নিজেকে মেলে ধরার অঙ্গীকার আর জ্ঞানের চর্চার জন্য নিজেকে প্রস্তুত করার সিদ্ধান্ত আজকেই নিতে হবে। কারণ সময় দ্রুত চলে যাচ্ছে। বর্তমান প্রতিযোগিতার যুগে এক সেকেন্ড পিছিয়ে পড়লে সারাজীবনই পিছিয়ে থাকতে হবে। তিনি প্রত্যেক বিভাগের নবীন শিক্ষার্থীদের হাত তুলে মাদককে না বলুন শপথ পড়ান। এসময় শিক্ষার্থীরা মাদককে না বলুন বলে ঘোষণা করেন।

এ প্রসঙ্গে উপ-উপাচার্য বলেন, বর্তমান প্রজম্মের একটা বড় অংশ মাদকে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মাদক থেকে সবাইকে দুরে থাকতে হবে। সেই অঙ্গীকার আজ এই শুভ দিনে সবাইকে করতে হবে। তোমরা যদি নিজেকে, পরিবারকে, বাবা-মাকে সর্বোপরি দেশকে ভালোবাসো তাহলে মাদক থেকে দুরে থাকবে।

শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর আওয়াল কবির জয় বলেন, বিশ্ববিদ্যালয় যেমন জ্ঞান চর্চার জায়গা তেমনি শৃংখলার জায়গা। মুক্তচিন্তা আর শৃঙখলা একে অপরের পরিপূরক। জীবনে সফল হতে হলে শৃঙখলা মেনে চলতে হবে। শিক্ষার্থী হিসেবে সবাই বিশ্ববিদ্যালয়ের শৃংখলা মেনে চলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিভিন্ন বিভাগ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টি মুখের আয়োজন করেন। নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST