খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সন্তানকে মাতৃদুগ্ধ পান করাচ্ছেন মডেল অভিনেত্রী গিলু যোশেফ৷ সেই ছবির প্রচ্ছদে এনেছে মালয়ালম ম্যাগাজিন গৃহলক্ষ্মী৷ ফলে বিতর্ক চরমে৷ অশ্লীল রুচির পরিচয় দিয়ে ম্যাগাজিনটির প্রকাশক ও মডেল উভয়ের নামেই মামলা দায়ের হয়েছে। অথচ দিনভর রাশিরাশি অশ্লীল ছবি শেয়ার ও আপলোড হলেও কারোর মাথা ব্যথা হয়না৷ প্রশ্ন উঠছে, যদি প্রায় বসনহীন হয়ে তিনি কোনও ছবি প্রকাশ করতেন তাহলে কি এত চর্চা হত ? আর চর্চার জেরে হাই রেটে পৌঁছে যাচ্ছেন অভিনেত্রী গিলু৷ ঠিক যেমন করে একসময় দেশজুড়ে ঝড় তুলেছিলেন মন্দাকিনী৷
তাৎপর্যপূর্ণ ব্যাপার সেবার অর্থাৎ ১৯৮৫ সালে প্রকাশ্যে মন্দাকিনীও মাতৃদুগ্ধ পান করিয়ে বিতর্কের কেন্দ্রে এসেছিলেন৷ ৩২ বছর আগের ভারত জানতে চেয়েছিল এটা কেন হল ? উত্তর দেননি মন্দাকিনী৷ তবে বিতর্কের কারণে তাঁরও রেট বেড়ে গিয়েছিল৷ পরবর্তী সময় বলি দুনিয়ার ব্যস্ত অভিনেত্রী হিসেবেই তাঁকে দেখা গিয়েছে৷ একাধিক ছবি হিট৷ তবে যে কারণে মন্দাকিনী বারবার আলোচিত হবেন সেটি হল ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবির সেই ট্রেন সফরের মুহূর্তটির জন্য৷
মন্দাকিনী ও পিলু জোসেফের মধ্যে অন্তত দু’ দশকের ব্যবধান৷ এর মধ্যে সমাজ জীবনে বিস্তর পরিবর্তন ঘটে গিয়েছে৷ প্রকাশ্যে বেড়েছে অশ্লীল ছবির চর্চা৷ তবু মাতৃদুগ্ধ পানের মতো বিষয়ের স্বাভাবিকতা ও প্রয়োজনীয়তাকে এখনো অশ্লীল করে দেখা হচ্ছে৷ হতে পারে গিলু জোসেফের ছবিটি উত্তেজক৷ কিন্তু তার প্রচার কেন ক্ষেত্রে হয়েছে সেটাও তো লক্ষনীয়৷ গৃহলক্ষ্মী নামের মালয়ালি ম্যাগাজিন কর্তৃপক্ষের সম্পাদক বলছেন, শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের যে ‘ট্যাবু’ আছে তা দূর করতেই এই প্রয়াস। তিনি আরও বলেন, “একমাস আগে এক ব্যক্তি ফেসবুকে তার স্ত্রীর শিশুকে দুধ পান করানোর ছবি প্রকাশ করেছিলেন। তারা চেয়েছিলেন এমন ছবি দিয়ে জনসমাগম এলাকাতেও মায়েদের স্তন্যপান করানোর বিষয়টি নিয়ে সচেতনতা সৃষ্টি করতে। কিন্তু লোকজন বিষয়টি ভালোভাবে নেয়নি। নারী-পুরুষ নির্বিশেষে সবাই ওই নারীকে কটূক্তি করেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ