খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে রোনালদোকে মাঠে নামাতে চান রিয়াল কোচজিনেদিন জিদান। লিভারপুলের সঙ্গে ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে প্রিয় শিষ্যের মাঠে ফেরার আশ্বাস দিলেন রিয়াল কোচ।
শনিবার রাতে ভিয়ারিয়ালের সঙ্গে লা লিগার শেষ ম্যাচ খেলতে নামছে জিদানের দল। চোট কাটিয়ে ফেরা জার্সি নম্বর সেভেনকে এই মৌসুমের লা লিগার শেষ ম্যাচে ফুটবল পায়ে দেখা যাবে।
চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন রিয়ালের পর্তুগাল ফরোয়ার্ড। দলের হয়ে গোলও করেছেন। কিন্তু বার্সেলোনার বিপক্ষে চোট পেয়ে শেষ দুটি ম্যাচ ফুটবল থেকে বাইরে ছিলেন রিয়ালের সেরা ফুটবলার।
দলের সঙ্গে অনুশীলনে দেখা যায় তাকে। রোনালদোর ম্যাচে ফেরা নিয়ে জিদান জানান, ‘ ক্রিশ্চিয়ানো ১২০ ভাগ সুস্থ। পুরো সপ্তাহ সে স্বাভাবিক অনুশীলন করেছে। ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত ও।’
খবর২৪ঘণ্টা.কম/নজ