খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: বিগত কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন দিশা পটনি এবং টাইগার শ্রফ। ‘বেফিকরে’-গানের ভিডিওতে ছাড়া রূপোলি পর্দায় দু’জনকে একসঙ্গে কোনও ছবিতে দেখা না গেলেও পর্দার বাইরে প্রায়শই পরস্পরের সঙ্গে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে।
নতুন বছরের ছুটি কাটাতে একসঙ্গে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তাঁরা। তবে সম্পর্কের কথা কখনই সবার সামনে প্রকাশ করেননি দু’জনে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিশা জানিয়েছেন যে, টাইগার নয়, তিনিই ‘চিট’ করেন মাঝেমধ্যে। তবে তা সম্পর্কের ক্ষেত্রে নয়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মাঝেমধ্যেই নিজের ডায়েটে গাফিলতি করেন দিশা। অন্য দিকে নিজের ফিটনেসের ব্যপারে খুবই সচেতন টাইগার। গত কয়েক বছরে একটা পিৎজাও খাননি বলে জানিয়েছেন অভিনেতা, একটি সাক্ষৎকারে। মার্শাল আর্টস, কিক বক্সিং-এ প্রশিক্ষণ প্রাপ্ত তিনি। অপরদিকে, জিমন্যাস্টিক, যোগা, কার্ডিও এবং ওয়েট লিফ্টিং-এ বেশ দক্ষ অভিনেত্রীও।
অবশ্য স্বাস্থ্য-সচেতনতার প্রতি ভালবাসা অভিনেতার প্রতিটি ছবিতেই ধরা পড়ে। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে টাইগারের আগামী ছবি ‘বাগি ২’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টারও। ফিটনেসের প্রতি তাঁর গভীর প্রীতির ঝলক পাওয়া গিয়েছে সেই ছবিতেও।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন