নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহমখদুম রুপোষ (রা) এর মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাসিকের মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। মঙ্গলবার সকালে তিনি নেতাকরমীদের নিয়ে মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠ ও
নিরপেক্ষ ভোট হলে বিএনপির প্রতীক ধানের শীষের জয় হবে। দেশের মানুষ এখন মুক্তি চায়। এ ছাড়া আরো অনেক কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্যান্য নেতাকরমীরা। এরপর তিনি ১ নম্বর ওয়াডে প্রচারণায় যান। অনেকদিন পর নেতাকরমীরা তাকে কাছে পেয়ে অবেগ আপ্লুত হয়ে পড়েন।
খবর ২৪ ঘণ্টা/এস