নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ঘাতক। পরে স্থানীয় উত্তেজিত জনতা সেই ঘাতককে পিটিয়ে হত্যা করে। শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার আত্রাই এলাকায় এ ঘটনা ঘটে।
বাগমারা থানার অফিসার্স ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম বলেন, আব্দুর রাজ্জাক (৩০) নামে এক মাছ ব্যবসায়ী মাছ বিক্রি শেষে আমিনুল ইসলাম (৩৩) নামে এক মাদকাসক্ত
রাজ্জাকের নিকট টাকা দাবি করে। রাজ্জাক তাকে টাকা দিতে না চাইলে আমিনুল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এদিকে স্পটেই মারা যায় সে ব্যবসায়ি। পালিয়ে একটি বাড়ীতে আশ্রয় নেয় আমিনুল। পুলিশের ৩টি টিম সেখানে গিয়ে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করে।
এক পর্যায়ে জনতা হামলা চালিয়ে ঘাতক আমিনুলকে সেখানে পিটিয়ে নিহত করে। এসময় ৫ পুলিশ আহত হয়েছেন বলেও জানায় পুলিশ। নিহত রাজ্জাকের বাড়ী গোয়াল বাড়ী নওগাঁ জেলায়