শরীয়তপুরে খামারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মার্চ) ইফতারির আগ মুহূর্তে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের এলাহি বক্স ওঝার ছেলে সিরাজ ওঝা (৩৫), আবুল বাসার মাঝির ছেলে শাহিন মাঝি (৩৬) ও হাসেম শেখের ছেলে শাহিন শেখ মিলে জানু মেম্বারের মাছের খামারে মাছ ধরতে ছিল। ইফতারির আগ মুহূর্তে যখন তারা মাছ ধরার শেষ করার প্রস্তুতি নিচ্ছিল সেই সময় বজ্রপাত হতে থাকে। এতে আহত শাহিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য বুলবুল আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
নড়িয়ার মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কামরুল জমাদ্দার বলেন, হাসপাতালে শাহিন শেখ নামে একজনকে সন্ধ্যার আগে হাসপাতালে এনেছিল তার স্বজনরা। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বিএ/