খবর২৪ঘণ্টা ডেস্ক: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের একটি কক্ষ থেকে দেশীয় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়।
এ প্রসঙ্গে সন্তোষ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ফয়সাল জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের উপস্থিতিতে রাত ১০টার দিকে বঙ্গবন্ধু হলে অভিযান চালানো হয়। এ সময় হলের ২১৪ নম্বর কক্ষ থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়। ওই কক্ষটিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদারের সমর্থকরা থাকেন। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ কক্ষটিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, রাজিব আহমেদ, মাহমুদ ইমরান রাব্বি, সাংগঠনিক সম্পাদক জোবায়ের রহমান মিশু ও শরিফ ভূঁইয়ার নামে বরাদ্দ রয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন