গৃহপালিত মহিষের জন্মদিন পালন করে বিপাকে পড়েছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক ব্যক্তি। করোনা মহামারি প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ অমান্য করে অনুষ্ঠান করার দায়ে তার বিরুদ্ধে মামলা করেছে রাজ্যের থানে জেলার পুলিশ।
ঘটনা গত বৃহস্পতিবারের। মহারাষ্ট্রের ডম্বিভালি এলাকার রেটরি বন্ডারে নিজ বাড়িতে গৃহপালিত মহিষের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন কিরণ মহাত্রে নামের এক ব্যক্তি।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কোভিড-১৯ বিধি ভেঙে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এমনকি সেখানে উপস্থিত অতিথিরা কেউই মাস্ক পরিধান করেননি এবং সামাজিক দূরত্বও মেনে চলেননি।
বিষ্ণুনগর পুলিশ থানার এক কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইপিসি সেকশন ২৬৯ (জীবনের জন্য হুমকি এমন রোগের বিস্তার ছড়ানো) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানিছেন ওই কর্মকর্তা।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জেএন