নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে একটি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নগরীর হড়গ্রাম নতুনপাড়া মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার বিকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতাররা হলেন- নগরীর চণ্ডিপুর মহল্লার আবদুর রাজ্জাকের ছেলে রুবেল হোসেন (৩৪) ও শামসুল আলমের ছেলে শাহরিয়ার আলম ওরফে অনন্ত (২২)। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, ১২ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম জানান, রাত ১টার দিকে হড়গ্রাম নতুনপাড়া ঈদগাহ এলাকার এক নারী তাকে ফোন করে জানান যে, তার ছেলেকে দুই যুবক জোর করে তুলে নিয়ে যাচ্ছে। এ খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় রুবেল ও অনন্তকে সেখানে পাওয়া যায়। তখন তল্লাশি করা হলে রুবেলের কাছে পাওয়া যায় কিছু ইয়াবা এবং অবৈধ ওই আগ্নেয়াস্ত্রটি। এছাড়া অনন্তের শরীরে এবং মোটরসাইকেলে থাকা ব্যাগেও কিছু ইয়াবা পাওয়া যায়। এ সময় তাদের আটক করে থানায় নেওয়া হয়। পরে গুণে দেখা যায় মোট ইয়াবার পরিমাণ ১২ হাজার।
ওসি রবিউল ইসলাম জানান, রুবেল নগরীর ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা। তবে তারা দু’জনই সন্ত্রাসী। মাদক ব্যবসার সঙ্গেও জড়িত তারা। রুবেলের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা আছে। অনন্তর বিরুদ্ধেও নগরীর রাজপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা আছে।
ওসি আরও জানান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে থানায় আরও দুটি মামলা করা হয়েছে। একটি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অপরটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ