নওগাঁর মহাদেবপুর থানার ওসি মো:মোজাফ্ফর হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
গত ১৩ এপ্রিল নওগাঁর পুলিশ লাইন্স ড্রিল সেটে মার্চ-২০২৩ মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর সভাপতিত্বে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেনকে আইনশৃংখলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করায় শ্রেষ্ঠ ওসি ঘোষনা করেন। কাজের পারফরম্যান্স বিবেচনায় মহাদবপুর থানা নওগাঁ জেলার শ্রেষ্ঠ থানে হিসেবে প্রথম স্থান অধিকার করে। সাথে অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পালকে শ্রেষ্ঠ সার্কেল, পুলিশ পরিদর্শক তদন্ত মো.আবুল কালাম আজাদকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পালকে শ্রেষ্ঠ সার্কলের পুরস্কার, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার, পুলিশ পরিদর্শক তদন্ত মো.আবুল কালাম আজাদকে শ্রেষ্ঠ পরিদর্শকের পুরস্কার প্রদান করন ।
এ ব্যাপারে ওসি মোজাফফর হোসেন জানান, ভাল কাজের ভালো ফল সব সময়ই আনন্দের। এ অর্জন ধরে রাখতে ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
বিএ/