1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৪ জানয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের আয়োজনে “স্মার্ট ফোন ও মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে বই পড়ার বিকল্প নাই” শীর্ষক রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী অনুষ্ঠান মালায় “পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই” পাঠাগারের ডাক সম্বলিত লিফলেট বিতরণ ও প্রচার অভিযান, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গালর্স গাইড, স্কাউট, তরুণ প্রজন্ম, লেখক, নাট্যকার, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় পাঠাগার মিলনায়তনে মিলিত হয়। এর আগে ৮টি বিদ্যালয়ের বাছাইকৃত ৩২ জন শিক্ষার্থী “স্মার্ট ফোন বই পড়ার অন্তরায়” শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে সাংবাদিক ও গ্রন্থাগারিক লিয়াকত আলী বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লোকনুজ্জামান আহাম্মেদ। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খাঁনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই প্রতিনিধি কায়েশ উদ্দীন, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি চিত্র পরিচালক ও সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সম্পাদক আশরাফুল নয়ন, মহাদেবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন লায়লা, শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা বৃষ্টি, কৃষি ও কারিগরি কলেজের প্রশিক্ষক মুন্নুর রহমান, নওগাঁ জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ইন্সট্রাক্টর (কম্পিউটার) কর্মকর্তা মো. জুলহাজ্ব উদ্দিন, পাঠক আহসান হাবিব, জুলাই অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম, মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী অলিফ আল মুকসিত, দ্বিতীয় স্থান অধিকার করে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী সাইমা আনিলা এবং তৃতীয় স্থান অধিকার করে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মোছা. সাম্মি আকতার শাপলা। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তার মধ্যে মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়, ভোকেশনাল ইসলামিয়া আলীম মাদ্রাসা, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়, পাঠাকাটা উচ্চ বিদ্যালয়, মহাদেবপুর সায়েন্স একাডেমি। উল্লেখ্য যে, উল্লেখিত পাঠাগারের পাঠক ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী লাবিবা খাতুন লিসা অনুষ্ঠানমালায় অংশগ্রহণকারীদের ফুল দিয়ে বরণ করেন।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST