“বাঁচলে কৃষক, বাঁচবে দেশ-উন্নয়নের বাংলাদেশ” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে গ
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় ৫শ’ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রোকেয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থায়নে ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় এই কৃষি উপকরণ বিতরণ করা হয়। সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের মহাদেবপুর পরিবেশক আনোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক লিমিটেডের ইভিপি এন্ড রিজিওনাল ম্যানেজার মোঃ আবুল হাসনাত।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের নর্থ জোনের জোনাল সেলস ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, বগুড়া রিজিওনাল এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, এরিয়া সেলস ম্যানেজার মোঃ সাফায়েত হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিগণ উপজেলার ৫শ’ জন কৃষকের মাঝে ৫ হাজার ৪শ’ ৫০ টাকা মূল্যের ধান-বীজ, রাসায়নিক সার ও কীটনাশক সামগ্রী বিতরণ করেন।
বিএ/