নিজস্ব প্রতিবেদক :
আজ শনিবার দুপুর দেড়টার দিকে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউভ ম্যাজিস্ট্রেট, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার, দোহালী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে, ১২৪৭.৭৫০ (এক হাজার দুইশত সাতচল্লিশ দশমিক সাতশত পঞ্চাশ) মেট্রিক টন চাল, ৮৬১.৫০ (আটশত একষট্টি দশমিক পঞ্চাশ) মেট্রিক টন ধান অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, আহরণ, সরবরাহ ও সংরক্ষণের অপরাধে জে. কে রাইস মিল এর মালিক যুগোল কিশোর গুপ্ত (৬২), সাং-দোহালী, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করেন এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।
এমকে