1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে ১৫৪ মন্ডপে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

মহাদেবপুরে ১৫৪ মন্ডপে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপটেম্বর, ২০২২

নওগাঁর মহাদেবপুরে এবার ১৫৪টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসংখ্যা নওগাঁর ১১ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি। মন্ডপগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে থানা পুলিশ প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে থানার নতুন ভবনের মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলার প্রতিটি মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি অথবা সম্পাদক এবং স্বেচ্ছাসেবক প্রতিনিধিরা এতে অংশ নেন। উপজেলা পূজা উৎদাপন কমিটির সভাপতি শ্রী অজিত কুমার মন্ডল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র, থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উৎযাপন কমিটির সহ-সভাপতি প্রভাত কুমার ব্যানার্জী বাবুল, উপজেলা কৃষক লীগের সভাপতি শ্রী অমিৎ কুমার ব্যানার্জী বাপ্পী প্রমুখ।
ওসি জানান, এবার প্রতিটি মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

মন্ডপ এলাকায় কোনক্রমেই কোনরকম নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না। এছাড়া উচ্চশব্দে গান বাজানোর ক্ষেত্রে সহনশীল হতে হবে। তিনি জানান, এবার শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর থাকবে। প্রতিটি মন্ডপে আনসার ভিডিপির নারী-পুরুষ সদস্যরা পাহারায় থাকবে।

তিনি মন্ডপগুলোর আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST