নওগাঁর মহাদবপুর থানা পুলিশের উদ্যাগে ১০০ গ্রাম পুলিশের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে মহাদেবপুর থানা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
এসব সামগ্রীর মধ্যে ছিল সুগন্ধি চাল, সেমাই, চিনি, প্যাকেট দুধ ও তেল।
এসময় মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আবেদ আলী মন্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন এতে সভাপতিত্ব করেন।
বিএ/