নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় বিভিন্ন ভাতাভোগী ও সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদর ইউপি চেয়ারম্যান মো. সাঈদ হাসান তরফদার শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব ভোদন,উপজেলা আ.লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য গোলাম নূরাণী আলাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিঞা, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু, উপজেলা আ.লীগের সহ সভাপতি বদিউজ্জামান বদি, আলহাজ¦ ওসমান গনি, বাবুল ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, মো. এমদাদুল হক, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা মহসিন আলী, জেলা আ.লীগের সদস্য অজিত কুমার মন্ডল, সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোসাহেব কাক্কা মুসা, হাতুড় ইউনিয়ন আ.লীগের সভাপতি হিমান চন্দ্র বর্মন, সহসভাপতি মো. মোশারফ হোসেন, সফাপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি সেকেন্দার আলী, সম্পাদক জিয়াউল হক কালাম, উত্তরগ্রাম ইউনিয়ন আ.লীগের সভাপতি রনজিত কুন্ডু, সম্পাদক বজলুর রশিদ, ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবু, সম্পাদক মেহেদী হাসান সোনা। অনুষ্ঠানে পাশ্ববর্তী বদলগাছী উপজেলার আ.লীগ নেতাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন, তারা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ভবন নির্মাণ, রাস্তা-ঘাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগী এবং উপকার ভোগীদের বর্তমান অবস্থারও পরিবর্তন হয়েছে বলে দাবি করেন তারা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিএ/