মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ডিবিসি চ্যানেল এর নওগাঁ জেলা প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা সম্পাদক একে সাজু। গুরুতর আহত সাংবাদিক সাজু নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী ও দলিল লেখক সমিতির সদস্য বলে জানা গেছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির অনিয়ম দুর্নীতির তথ্য চিত্র সংগ্রহ করতে গেলে তিনি এ হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা তার ক্যামেরা ও আইডি কার্ড ছিনিয়ে নেয়। সাংবাদিক একে সাজু জানান, সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ, অনিয়ম, দূর্নীতি হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে তথ্য সংগ্রহের জন্য সাব-রেজিষ্ট্রি অফিসে যান তিনি। এ সময় দলিল রেজিষ্ট্রি নিয়ে জমি দাতা ও গ্রহীতাদের মাঝে মারামারি শুরু হয়। সেই মারামারির চিত্র ধারণ করার সময় একজন দলিল লেখক থানার লোক পরিচয়ে ভিডিও ধারণে বাধা দেয় তাকে। পরবর্তীতে তার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সংঘবদ্ধ হয়ে তাকে সাব-রেজিষ্ট্রি অফিসের ভিতরে নিয়ে গিয়ে আটক রেখে বেদম মারপিট করে এবং ক্যামেরা, মোবাইল ফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয় পত্র (আইডি কার্ড) ছিনিয়ে নেয়। প্রায় আধাঘন্টা পর ঘটনার খরব পেয়ে স্থানীয় সাংবাদিকরা ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে একে সাজুর উপর হামলার খবর ছড়িয়ে পরলে জেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।
সাংবাদিক সাজুর ওপর এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। একইসাথে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। একটি সূত্র জানায়, বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে খাজনা-খারিজ ছাড়াই মঙ্গলবার সকাল থেকে রাত প্রায় ৯ টা পর্যন্ত ৪৭৮ টি দলিল রেজিষ্টি করেন সাব-রেজিষ্টার মুক্তিয়ারা। পরদিন বুধবার এ উপজেলায় তার শেষ কার্যদিবসে একইভাবে ৩৮১টি দলিল রেজিষ্ট্রি করেন তিনি। এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা বলেন, সাংবাদিক একে সাজুর উপর হামলার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলে জড়িতদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।