1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

মহাদেবপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সোমবার বাদ মাগরিব স্থানীয় বাসস্ট্যান্ডে স্পাইসি ওয়ান চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঢাকা উত্তর মহানগরীর সহকারী সেক্রেটারি এবং নওগাঁ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ-৩ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সচিব মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, মো. ইউসুফ আলী সোনার, সহ সেক্রেটারি ও ইউপি নির্বাচনে চাঁন্দাশ ইউনিয়ন পরিষদে জামায়াতের মনোনিত প্রার্থী মাওলানা আরিফ মোল্লা, কর্মপরিষদ সদস্য ও সফাপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের মনোনিত প্রার্থী মাওলানা মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় মাওলানা মো. মাহফুজুর রহমান সাংবাদিকদের প্রতি সাদাকে সাদা, কালোকে কালো বলার আহ্বান জানিয়ে বলেন, সমাজে বর্তমানে চাঁদাবাজী, দখলদারিত্বসহ বিভিন্ন অন্যায়-অনিয়ম হচ্ছে। এই অন্যায়গুলোকে আপনারা মিডিয়ার মাধ্যমে জাতির সামনে তুলে ধরুন। আমরাও যদি কোন অন্যায় করি সেটাও আপনারা তুলে ধরুন। যাতে করে আমরা সংশোধন হতে পারি।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team