1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে সংখ্যালঘুর জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

মহাদেবপুরে সংখ্যালঘুর জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

নওগাঁর মহাদেবপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক সংখ্যালঘু হিদু পরিবারের কোটি টাকা মূল্যের ৫ শতক জমি জবর দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

থানা থেকে মাত্র ৩শ মিটার অদূরে প্রকাশ্য দিবালোক সংখ্যালঘুর জমি জবরদখল করে স্থাপনা নির্মাণ করায় এলাকার সর্বস্তের সমালোচনার ঝড় বইছে।

আগামী ১২ জুন উভয়পক্ষর উপস্থতিতে বিজ্ঞ আদালতে শুনানীর দিন ধার্য থাকলেও প্রভাবশালী আব্দুর রাজ্জাক তার আগেই জোরপূর্বক স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও মামলা সূত্র জানাযায়, উপজলাে সদরের মতরাম সিংহের ছেলে শ্রী বুলবুল সিংহ ও শ্রী কমল সিংহ ওয়ারিশসূত্রে প্রাপ্ত মহাদেবপুর মজর বাজার অবস্থিত আর এস খতিয়ান ৬৮১, সাবেক দাগ ২৮২, হাল দাগ ৫৮৩ এর ৫শতক জমি দীর্ঘ প্রায় ৮৭ বছর ধর ভোগদখল করে আসছিল।

হঠাৎ গত ৫ মে সকালে মহাদেবপুরের আখড়া গ্রামের মৃত কফিল উদ্দীন মন্ডলের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রাজ্জাক অজ্ঞাতনামা কয়েকজন লোক নিয়ে এসে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী দিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হলে তারা চলে যায়। এ ঘটনার পর শ্রী বুলবুল সিংহ বাদী হয়ে আব্দুর রাজ্জাককে বিবাদী করে বিজ্ঞ আদালতে মামলা দায়র করেন। যার মামলা নম্বর ৮১/২০২২।

মামলা চলাকালীন উক্ত নালিশী সম্পত্তিত গত ২৭ ম আবারও জারপূর্বক আব্দুর রাজ্জাকসহ তার লোকজন প্রবেশ কের পাকা স্থাপনা নির্মাণ শুরু করে।

এ ঘটনায় বুলবুল সিংহ মহাদবপুর থানায় অভিযোগ দিতে গেলে অজ্ঞাত কারণে পুলিশ তা গ্রহণ করেনি। বুলবুল সিংহ অভিযোগ করে বলেন, স্থানীয় প্রশাসনের সহযাগিতায় ওই প্রভাবশালী মহল জোরপূর্বক তাদের জমি দখল করে স্থাপনা নির্মাণের কাজ করছেন।

অভিযোগ পেয়ে স্থানীয় সাংবাদিকরা গত বুধবার (৮জুন) বিকল ঘটনাস্থলে গেলে এর সত্যতা পান। সেখানে দেখা যায় আব্দুর রাজ্জাক প্রায় ৫০/৬০ জন নির্মাণ শ্রমিক নিয়ে তড়িঘড়ি করে নির্মাণ কাজ করছেন। এ সময় আদালতের নির্দেশে কমিশন এসে উভয়পক্ষর কাগজপত্র বিশ্লষণ করে জমি মাপজোক করেন। জরিপ শেষে সংখ্যালঘু ওই পরিবারটির জমির সীমানা নির্ধারণ করে দেন কমিশন। কমিশনের সীমানা নির্ধারণর তোয়াক্কা না করেই নির্মাণ কাজ চলমান রেখেছেন আব্দুর রাজ্জাক। এ সময়ে সেখানে উপস্থিত বিবাদী আব্দুর রাজ্জাকের নিকট জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করবেন না জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

মহাদবেপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উভয়পক্ষকে আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST