নওগাঁর মহাদেবপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের উদ্যাগে পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকল চন্দ্র বুদু ও মহিলা ভাইস চরয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. খুরশিদুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মুলতান হোসেন প্রমুখ।
অপরদিকে, শেখ রাসেল জাতীয় শিশুকিশার পরিষদের আহবায়ক সঞ্জয় সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক পার্থ সারথী মন্ডলের সঞ্চালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসলের জন্মবার্ষিকী উপলক্ষর প্রধান অতিথি হিসাবে কেক কাটেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও উপজলা আওয়ামী লীগের সভাপতি মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দ।
অনুষ্ঠানে শেষে এমপি সেলিমর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন।
বিএ/