নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। সকাল ৮ টায় ডাকবাংলো মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা হুসেইন মোহাম্মদ এরশাদ, প্রাণী সম্পদ
কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী সৈকত দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন. উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, বীরমুক্তি যোদ্ধা মহসীন আলী, আব্দুর রউফ খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ প্রমূখ।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহিদ, যুদ্ধাহত এবং বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিএ/