1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে মহান বিজয় দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

মহাদেবপুরে মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

সারাদেশের মত নওগাঁর মহাদেবপুরেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়।

দিনের কর্মসূচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সূচনা, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন।

সকাল সাড়ে ৯টায় কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, বেলুন দিয়ে মহান বিজয়ের ফেষ্টুন উড়ানো, প্যারেড পরিদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান।

সম্মিলিত পুলিশ, আনসার ভিডিপি, বয়স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য সদস্যাদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা,উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ও উপহার বিতরণ, দুপুরে বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।

উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান, মহাদেবপুর-বদলগাছী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন অভিবাদন মঞ্চে এমপির সঙ্গে ছিলেন। এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এতে বক্তব্য দেন।

এছাড়া ইউএনও বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST