নওগাঁর মহাদেবপুর কর্মরত সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফারামের (বিএমএসএফ) উপজলা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার(৩০ মার্চ) সন্ধ্যায় জেলা পরিষদ ডাকবাংলার হলরুমে সাংবাদিক বরুন মজুমদারর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ নওগাঁ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি এম আর রকি।
সভায় সর্বসম্মতিক্রম দৈনিক আমার সংবাদ ও খবর২৪ ঘন্টার প্রতিনিধি বরুন মজুমদারকে সভাপতি ও দৈনিক করতায়া প্রতিনিধি এম. সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি, আজকের বসুন্ধরা জেলা প্রতিনিধি মো.আককাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মা. আইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আমিনুর রহমান খোকন, অর্থ সম্পাদক দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মেহেদী হাসান,দপ্তর সম্পাদক মুক্ত সকাল প্রতিনিধি মাহবুব উল আলম, প্রচার সম্পাদক নতুন দিন প্রতিনিধি আব্দুর রশিদ, সোনালী সংবাদ প্রতিনিধি গোলাম রসুল বাবু, সংবাদ প্রতিনিধি কিউএম সাঈদ টিটা, ইত্তেফাক প্রতিনিধি আজাদুল ইসলাম আজাদ, আমাদর নতুন সময় প্রতিনিধি লিয়াকত আলী বাবলু ও দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি কাজী সামসুজ্জাহা মিলনকে কার্যনির্বাহী সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট উপজলা কমিটি গঠন করা হয়েছে।
বিএ/