1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে ব্যস্ত সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দেখার কেউ নেই! - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

মহাদেবপুরে ব্যস্ত সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দেখার কেউ নেই!

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলা গেটের সামনের প্রধান সড়কে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুষ্ক মৌসুমেও এ সড়কে এখন হাঁটুপানি। এতে এ সড়কে চলাচলকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

পানিতে ডুবে থাকা রাস্তায় রিক্সা-ভ্যান ও মোটরসাইকেল নিয়ে চলাচল করতে গিয়ে প্রায় প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। উপজেলার অন্যতম ব্যস্ত এ সড়কের প্রাণীসম্পদ অফিসের গেট থেকে উপজেলা পরিষদের প্রধান গেট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে পানিতে ডুবে থাকলেও যেন দেখার কেউ নেই। বিগত পতিত সরকারের সময় মোটা অংকের অর্থ ব্যয়ে একটি ড্রেন নির্মাণ করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে এ ড্রেনটি কোন কাজে আসছে না।

এ সড়কেই প্রতিদিন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং মহাদেবপুর গরুর হাট ও বাজারে আসা অসংখ্য মানুষ চলাচল করে। এছাড়া ঢাকা, বগুড়া ও নওগাঁ থেকে আসা পাশ্ববর্তী পোরশা, নিয়ামতপুর উপজেলা এবং চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলার অনেক যানবাহন এ সড়কে চলাচল করে। এত ব্যস্ততম এ সড়কটি দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শিবরামপুর গ্রামের গরু ব্যবসায়ী খোকা বলেন, ভুটভুটিতে করে গরু আনার সময় ওই স্থানে ভুটভুটি উল্টে বেশ কয়েকটি গরুর পা ভেঙেছে। এ সড়কে জলাবদ্ধতা নিয়ে মাসিক আইন শৃঙ্খলা ও উন্নয়ন সভায় ব্যাপক আলোচনা হলেও কাজের কাজ হয়নি কিছুই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ সড়কের পানি নিষ্কাসনের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া হচ্ছে। শিঘ্রই এ সড়ক জলাবদ্ধতামুক্ত হবে বলেও জানান তিনি।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST