1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

মহাদেবপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : মহাদেবপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন তথা বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে গতকাল

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের প্রায় ৬০ হাজার কিন্ডারগার্টেন স্কুলে ৬ লক্ষাধিক শিক্ষক প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও চলতি বছরের ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। কিন্তু বিগত ২০০৯ সাল থেকে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তারা আরো বলেন, জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে ঠিক তখনই কিন্ডারগার্টেন তথা দেশের প্রায় ৮০ লক্ষ শিক্ষার্থীসহ ৬ লক্ষ শিক্ষক ও অভিভাবকদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এতে সারাদেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোর কয়েক লক্ষ মেধাবী শিক্ষার্থী তাদের মেধা যাচায়ের সুযোগ থেকে বঞ্চিত হবে বলে আশংকা করেন তারা। অবিলম্বে উক্ত প্রজ্ঞাপন সংশোধন করে কিন্ডারগার্টেন তথা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ান তৌফিকুল ইসলাম, আলহাজ রফিকুল ইসলাম রফিক, সাদেকুল ইসলাম সুইট, মো. সাইদুর রহমান, মো. আইনুল হোসেন, জাহিদ হাসান, আজাদুল ইসলাম আজাদ, ইউনুসার রহমান, মোশারফ হোসেন প্রমূখ।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team