1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

মহাদেবপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিয়ের প্রলোভনে এক গৃহবধুকে ধর্ষণের ঘটনায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশনরত রয়েছে ওই গৃহবধু।

অনশনের এ ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার হাতুড় ইউনিয়নের মির্জাপুর (বটতলা) গ্রামে। গত বুধবার দুপুরে মির্জাপুর (বটতলা) গ্রামের জনৈক গৃহবধু (২০) কে একই গ্রামের সোবহান আলীর ছেলে মাজেদুল ইসলাম (২৫) জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমানসহ স্থানীয় মাতব্বরা শুক্রবার সন্ধ্যায় গ্রাম্য শালিস বসানোর চেষ্টা করলে মাজেদুল বা তার পরিবারের কোন লোকজন সেখানে উপস্থিত হননি। শশুরপক্ষের পরিবারের চাপে ওই গৃহবধু শনিবার সকালে তার স্বামীকে তালাক দিতে বাধ্য হন। এরপর সে মাজেদুল ইসলামে বাড়িতে গিয়ে বিয়ের দাবীতে অনশন করতে থাকে। মাজেদুল ইসলাম মির্জাপুর হেফ্জ খানা থেকে পড়ালেখা শেষ করে বর্তমানে সাতক্ষিরা ইন্টারন্যাশনাল হেফজুল কুরআন মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত আছেন। কয়েকদিন আগে ছুটিতে সে গ্রামের বাড়িতে বেড়াতে আসে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জায়েদা বেওয়া বলেন, ওইদিন দুপুরে তাদের দুইজনকে অনৈতিক কাজ করতে দেখেন তিনি। পরে স্থায়ীয় আরো কয়েকজন সেখান থেকে তাদেরকে চলে যেতে দেখেছেন। মির্জানগর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে স্থানীয় মসজিদের মোয়াজ্জিন মো. তোফাজ্জল হোসেন, আশরাফ আলীসহ অনেকেই অভিযোগ করেন মাজেদুল ইসলাম একজন হাফেজ হলেও তার বিরুদ্ধে মাদকসেবন, চুরি, নারী কেলেংকারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধু জানান, গত বুধবার দুপুরে মাদ্রাসার পাশের একটি পুকুরে কাপড় কেচে মাদ্রাসার কাটাতারের বেড়ায় শুকাতে দিয়ে আসার সময় বিয়ের প্রলোভনে মাজেদুল ইসলাম তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

বিষয়টি নিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি হলে স্বামীকে তালাক দিতে বাধ্য হন। তিনি আরো জানান, বিয়ের পর থেকেই মাজেদুল তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। এতে সাড়া না দিলে তার বিরুদ্ধে নানা কুৎসা রটনা করত। এ ব্যাপারে মাজেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার দিন পান কিনতে মোড়ের দোকানে গিয়েছিলেন। কিন্তু দোকান বন্ধ থাকায় প্রস্রাব করার জন্য দোকানের পিছনে যান।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST