নওগাঁর মহাদেবপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে রোববার (১৪ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোসা. সেলিনা পারভীনের সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফিজুল হক বকুল প্রমুখ।
আলোচনা সভা শেষে আইজিএ প্রকল্পের ৪৭ জন প্রশিক্ষনার্থীর হাতে প্রতিজনকে ১২ হাজার টাকার চেক তুলে দেন।
বিএ…