1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ ও তাল গাছ রোপণ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ ও তাল গাছ রোপণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে ব্যতিক্রমধর্মী ও পরিবেশবান্ধব কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ডাকবাংলা সংলগ্ন আত্রাই নদীতে বিভিন্ন প্রজাতির ১০৮ কেজি মাছের পোনা অবমুক্ত ও পরিবেশ বান্ধব তাল গাছ রোপণ করা হয়। দলীয় কর্মকান্ডের অংশ হিসেবে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল নিজ উদ্যোগে এই কর্মসূচী পালন করেন। উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজুর সভাপতিত্বে এসব কর্মসূচী পালনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা কৃষক দলের সহ সভাপতি মো. ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ,চাঁন্দাশ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু হাসান বাসার, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমূখ। এসব কর্মসূচী পালনে বিভিন্ন ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দসহ উপজেলা কৃষকদল,বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই পোনা অবমুক্তকরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশ নেন। কেন্দ্রীয় নেতা ফজলে হুদা বাবুল বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবারই সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম হাতে নেন তিনি। তারই অংশ হিসেবে এবারের আয়োজন ছিলো পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করণ ও পরিবেশ বান্ধব তাল গাছ রোপণ। এবার তিনি মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় ১ লাখ তাল গাছ রোপণের আশাবাদ ব্যক্ত করেন। আত্রাই নদীর পরিবেশ রক্ষা ও মৎস্যসম্পদ পুনরুদ্ধারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তাঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ ও স্থানীয়রা।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

ন/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team